Shajara Sharif - শাজারা শরীফ APK 2.1 - Бесплатная загрузка

Загрузить APK

Последнее обновление: 24 Окт 2023 г.

Информация о приложении

হে আল্লাহ, তুমি আমার অন্তরকে ভাল (বা কল্যাণকর) কদর

Название приложения: Shajara Sharif - শাজারা শরীফ

Идентификатор приложения: com.sadarmawla.sajarasharif

Рейтинг: 0.0 / 0+

Автор: Imamia Chistia Nezamia Sangha

Размер приложения: 15.14 MB

Подробное описание

আজানের পর পঠিতব্য দোয়াসমূহের মধ্যে
উত্তম একটি দোয়া

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
اَللّٰهُمَّ اَلجْعَلْ قَلْبِىْ بَارَا وَّعَمَلِىْ سَارَا وَّعَيَشِىْ كَارَا وَّرِزْقِىْ دَارَا وَّاَوْلَادِىْ اَبْرَارَا وَّجْعَلِّىْ عِنْدَ قَبْرِ نَبِيِّكَ مُحَمَّدٍ عَلَيْهِ الصَّلٰوةُ وَالسَّلَامُ مُسْتَقَرَّا وَّقَرَارًا بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ

আল্লাহুম্মা আজ্আ ক্বালবী বারাও, ওয়া আ সারাও সারাও, ওয়া আ কারাও কারাও, রেজেক্বী দারাও দারাও ওয়া আওলাদী আবরারাও অজ্আ এ এ নবীয়েকা মোহাম্মদ আ সালাতু মোস্তাক্বাররাও ওয়া ক্বারারা বেরাহমাতেকা আরহামার রাহেমীন।।।।।।।।।। রাহেমীন ইয়া ইয়া আরহামার আরহামার আরহামার আরহামার রাহেমীন
অনুবাদ: হে আল্লাহ, তুমি আমার অন্তরকে ভাল (বা কল্যাণকর) করিয়া দাও, এবং আমলকে আমলকে (অর্থাৎ কার্যাবলীকে) সহজ করিয়া দাও, এবং আমার আরাম-আয়েশকে করিয়া দাও, এবং রেজেক দান, এবং সন্তান সন্ততিকে সৎচরিত্র (বা এবং রেজেক কর এবং আমার সন্তান সৎচরিত্র সৎকর্মশীল) বানাইয়া দাও, এবং তোমার রহমতের দ্বারা দ্বারা, হে সকল রহমতকারীগণের মধ্যে রহমতকারী রহমতকারী, তোমার মোহাম্মদের মোহাম্মদের (আঃ) কবরের করিয়া বানাইয়া দাও (যাহাতে ঐরূপে) বিশ্রামপ্রাপ্ত প্রতিষ্ঠিত হইতে পারি।।।।
Запись অনুভূতিসমূহ সত্য সৌন্দর্যের দিকে গতিশীল থাকিলে ক্রমশ ভাল হইয়া কল্যাণকর হইয়া উঠে।। আমল শুদ্ধ পবিত্র না হইলে দুনিয়ার কলুষ হইতে মানুষের পাইবার উপায় নাই।। দুনিয়ার জীবন কঠিন, জান্নাতের জীবন সহজ। অতএব দুনিয়ার কঠিন এবং জান্নাতের আমলগুলি সহজ হইয়া থাকে। কিন্তু দুনিয়ার কলুষিত সমাজ ব্যবস্থার কারণে সহজ আমল করা কঠিন কষ্টকর ব্যাপার হইয়া থাকে। দুনিয়ার আয়েশে মত্ত হইলে সত্যাশ্রয়ী হওয়া যায় না, এইজন্য আরাম-আয়েশ সংক্ষিপ্ত হয়।।
রেজেক দুই প্রকারÑ ফানার রেজেক ও বাকার রেজেক। এই প্রার্থনায় রেজেক অর্থাৎ স্থায়ী রেজেকের উল্লেখ করা হইয়াছে। অস্থায়ী রেজেক মানুষ কেন সকল জীবই পাইয়া থাকে, কিন্তু স্থায়ী রেজেক সৌভাগ্যের বিষয়। এখানে «আমার রেজেক» বলিতে রাজ্যে যে রেজেক আমার জন্য নির্ধারিত হইবার জন্য হইয়াছে তাহাই ত্বরানি ত্বরানি করিবার জন্য প্রার্থনা জানাইতেছি।।।।।
Закрыть বিনীত প্রার্থনা জানালেই সুসন্তান দান করা হযॾা ত আপন নফস শুদ্ধির পরেই কেবল সুসন্তান লাভ করা যরাইাইত এর কারণ শুদ্ধি বা আত্মশুদ্ধির সঙ্গে সঙ্গে আপন মানব বীজ ক্রমশ এবং উন্নত হইতে থাকে। সুসন্তান লাভের অপেক্ষা অধিক কল্যাণকর প্রার্থনা আর নাই। নবীগণের প্রার্থনার এই আদর্শ আমরা কোরানে দেখিতে পাই।
নবীর কবরের নিকটবর্তী বানাইয়া দেওয়ার অর্থ কী? «কবর» অর্থ জ্যান্ত মানবদেহ। তাঁহার পবিত্র মোবারক যে সকল গুণাবলী ধারণ করিয়া আছে তাহার যতটুকু হওয়া যায় ততটুকুই কল্যাণ। মহানবী জগতের মানবের আদর্শ এবং সর্বশ্রেষ্ঠ কল্যাণের ধারক বা ভান্ডার।।। তাঁহা হইতে যতটুকু গুণাবলী অর্জন করিবে সে তাঁহার সান্নিধ্য লাভ করিতে পারিবে।। তাঁহার কবরের হওয়া অর্থই তাঁহার প্রিয় হওয়া।।।। দেহের শুদ্ধি দ্বারা অর্থাৎ জীবনের শুদ্ধি অর্জনের দ্বারা যতকাল পর্যন্ত বিশ্রামপ্রাপ্ত হইবে ততকাল পর্যন্ত মানুষের ভ্রমণের শেষ।।।। জান্নাতে যাইয়া পরিসমাপ্তি ঘটে এবং বিশ্রাম প্রাপ্ত হয়। কিন্তু মানবীয় শক্তিতে এইরূপ বিশ্রামপ্রাপ্ত হওয়া যায় না। বিশ্রামস্থল নিকটবর্তী ডাকাডাকির প্রয়োজন অবশ্যই থাকিয়া যায়।।।। নবীর দেহের করিয়া গড়িয়া তোলার প্রার্থনা অতি চমৎকার।
উল্লেখ্য যে, এই দোয়াটি আজানের পর পাঠ করা যায়।
Загрузить APK

Скриншот приложения

Похожий