ইসলামি ফিকাহ-Islamic Fiqh

ইসলামি ফিকাহ-Islamic Fiqh APK 1.1 - Безкоштовне завантаження

Завантажити APK

Останнє оновлення: 4 Лип 2024 г.

Інформація про програму

মুহাম্মদ ইবনে ইবরাহীম আত্তুওয়াইজিরী কুরআন ও সুন্নার আলোকে আলোকে ইসলামী ইসলামী ইসলামী

Назва програми: ইসলামি ফিকাহ-Islamic Fiqh

Ідентифікатор програми: islamic.fiqh

Рейтинг: 0.0 / 0+

Автор: পড়ো

Розмір програми: 3.00 MB

Детальний опис

১. এ কিতাবে উল্লেখিত সমস্ত হাদীসগুলো হারাকাতসহ (স্বরবর্ণ ও স্বরধ্বনি) মূল হাদীসের থেকে নেয়া হয়েছে।

২. হাদীস যদি সহীহাইন (সহীহ ও ও সহীহ মুসলিম) -এর কিংবা একটির হয়, তাহলে প্রতিটির হাদীস নম্বরসহ উল্লেখ করেছি। আবার কখনো বিশেষ উপকার বা শব্দ বেশী হওয়ার কারণিক

সাথে হাদীসের অন্য কোন কিতাবের নামও উল্লেখ করধছছ

৩. যদি হাদীস সহীহাইনের বাইরের হয়। যেমন: মুসনাদে আহমাদ, চারটি সুনান গ্রন্থ, (সুনানে নাসাঈ, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিযী ও সুনানে ইবনে মাজাহ) ও দারেমী ইত্যাদি হাদীসের কিতাবসমূহ, তাহলে দু টি কিতাবের উল্লেখ করেছি।।। কিতাবের উল্লেখ করেছি। আবার কখনো এর কম-বেশীও হয়েছে। এর সাথে হাদীসের আসল কিতাবের হাদীস নম্বর উল্লেখ

৪. হাদীসের তাখরীজে তথা রেফারেন্স বর্ণনায় কিতাবের হাদীস নম্বরের উপর নির্ভর করেছি। আর আসল কিতাবে কোন নম্বর না ভলিয়াম ভলিয়াম-খণ্ড পৃষ্ঠা নং উল্লেখ করেছি।।।

৫. যদি হাদীস সহীহাইনের বাইরের হয়, তাহলে হাদীস তাখরীজ তথা রেফারেন্স উল্লেখের প্রতিটি হাদীসের সহীহ বা হাসান হুকুমসহ তার সামনে (হাদীসটি সহীহ কিংবা) লিখেছি।।।।।। আর এ ব্যাপারে পূর্বের ও অভিজ্ঞ ইমামগণের মতামতের উপর নির্ভর করেছি।

৬. যদি কোন হাদীস অন্যত্র দ্বিতীয়বার উল্লেখ হয় তাহলে অনেক ক্ষেত্রে আবারও তার তাখরীজ (রেফারেন্স উল্লেখ করা হয়েছে। আর কখনো হুকুম বর্ণনা বা তারগীব উৎসাহ প্রদান অথবা তারহীব তথা উদ্দেশ্যে তার সাথে সহীহ হাদীস বা হাদীসের কোন অংশা সংযুক্ত দিয়েছি। সহীহ হাদীস হাদীসের কোন অংশা করে দিয়েছি। সহীহ হাদীসের কোন সংযুক্ত করে।

আমাদের সামনে এ কিতাবটি ইসলামের আকীদা-বিশ্বাস, হুকুম আহকাম, আদব-আখলাক সাধারণ পরিচিতি মাত্র। এতে বিক্ষিপ্ত বিষয়গুলো একত্রিত করেছি এবং তার অধ্যায়, মাসায়েল দলিলসমূহ একটি অপটির সাথে সুন্দর করে সঙ্কলন করেছি।।।।।।

এ কিতাবটির নাম রেখেছি “মুখতাসার আল-ফিকহ্ আল-ইসলামী ফী যাওয়িল কুরআনি ওয়াস্সুন্নাহ” (কুরআন সুন্নাহ সুন্নাহ-এর আলোকে সংক্ষিপ্ত ইসলামী)।। এর প্রথম ভাগে উল্লেখ হয়েছে তাওহীদ ও ঈমান ও মাধ্যভাগে বিভিন্ন ও হুকুম হুকুম আর শেষভাগে দাওয়াত ইলাল্লাহ তথা দিকে মানুষকে দাওয়াত।।।।। কিতাবটি ১০ টি পর্বে নিম্নে বর্ণিত পদ্ধতিতে সুবিন্যাস্ত করেছি:

১. প্রথম পর্ব তাওহীদ ও ঈমান। ২. দ্বিতীয় পর্ব: ফাজায়েল, আদব-আখলাক, জিকির-আজকার ও কুরআন কুরআন ফিকাহ্।।।। ৩. তৃতীয় পর্ব: এবাদত সংক্রান্ত। ৪. চতুর্থ পর্বলেনদেন ও আদান-প্রদান সম্পর্কে। ৫. পঞ্চম পর্ব: বিবাহ ও তৎ সংশ্লীষ্ট বিষয়াদি। ৬. ষষ্ঠ পর্ব: কিতাবুল ফারায়েজ সম্পত্তির উত্তরাধিকার বণ্টন বণ্টন নীতিমালা নীতিমালা ৭. সপ্তম পর্ব: শাস্তি ও দণ্ড বিধি। ৮. অষ্টম পর্ব: ফয়সালা তথা বিচার-আচারের নীতিমালা। ৯. নবম পর্ব: জিহাদের আহকাম। ১০. দশম পর্ব: আল্লাহর দিকে দাওয়াতের আহকাম।

এ কিতাবটির উদ্দেশ্য হলো প্রতিপালক মহান উপাস্য আল্লাহ তা'য়ালাকে জানা দ্বীনের আহকামের বর্ণনা করা। এ ছাড়া মানুষকে মুস্তাতীম আঁকড়িয়ে ধরার প্রতি উৎসাহিত করা করা।। আর আল্লাহর অনুগ্রহে এ প্রসস্ত ফিকাহর পাত্রটি প্রস্তুত হয়েছে যা থেকে নেওয়া খুবই সহজ; কারণ এর ফলের থোকাগুলো অতি নিকটে এবং শব্দসমূহ সুন্দর, পর্যাপ্ত ও ইবারত সংক্ষিপ্ত।

পরিশেষে আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন এ কিতাবটি দ্বারা ও সকল মুসলিম ভাইদেরকে উপকৃত করেন।। আর ইহা আল্লাহ তাঁর সন্তুষ্টচিত্তে কবুল করে নেন আমাকে ও আমার পিতা-মাতা, পরিবার-পরিজন, প্রত্যেক পাঠক পাঠক-পাঠিকা, শ্রোতামণ্ডলী, প্রত্যেক উপকৃত ব্যক্তি, যারা শিক্ষা দানকারী অথবা প্রচার-প্রসারে এবং সকল মুসলিমকে ক্ষমা করেন ভুল ত্রুটি মাফ দেন।। মুসলিমকে করেন ভুল ত্রুটি করে দেন।। মুসলিমকে ও ত্রুটি মাফ দেন।। মুসলিমকে ক্ষমা ভুল ত্রুটি করে দেন।

আল্লাহ একমাত্র আমাদের যথেষ্ট ও তিনিই উত্তম প্রতিনিধি প্রতিনিধি।। তিনিই উত্তম মাওলা তথা বন্ধু ও উত্তম সাহায্যকারর

লিখেছেন

মহান রবের ক্ষমাভিখারী

মুহাম্মদ ইবনে ইবরাহীম ইবনে আব্দুল্লাহ আত্তঀধ়য

আল-বুরাইদাহ, আল-কাসীম, সৌদি আরব।
Завантажити APK

Знімок екрана програми

ইসলামি ফিকাহ-Islamic Fiqh ইসলামি ফিকাহ-Islamic Fiqh ইসলামি ফিকাহ-Islamic Fiqh ইসলামি ফিকাহ-Islamic Fiqh

Схожі