শনি দেব Shani Mantra

শনি দেব Shani Mantra

  • Последняя версия
  • ACHAL KUMAR NASKAR

Об этом приложении

শনিদেব মন্ত্র উপাখ্যান ব্রতকথা Шани Мантра Чалиса Аарти

শনি 'নবগ্রহের অন্যতম গ্রহ, শনি গ্রহকে গ্রহরাজ-ও বলা হয়ে থাকে।।।।। শনিদেব সনাতন ধর্ম মতে একজন দেবতা। শনি উগ্র দেবতা বলে কুখ্যাত। জ্যোতিষীদের মতে শনির কুদৃষ্টি অশুভ ফল নিযইে৸ আত সৌরজগতের শনি ও সপ্তাহের শনিবার দিনটি শনিদেবেরর নামে নামকরণ করা হয়।। শনিদেব কে শনিশ্চর বা শনৈশ্চর নামেও ডাকা হয়। শনি সনাতন ধর্মের একজন দেবতা যিনি সূর্যদেব ও তাঁর ছায়াদেবীর পুত্র পুত্র, এজন্য ছায়াপুত্র ও বলা হয়।।।। শনিদেব মৃত্যু ও ন্যায় দেবতা যমদেব বা ধর্মরাজের জ্যেষ্ঠ ভ্রাতা।।

জ্যোতিষশাস্ত্রে জন্মছকে অবস্থান বিশেষভাবে বিবেচনা করা হয়।।।। শনি দ্বাদশে, জন্মরাশিতে দ্বিতীয়ে অবস্থানকালে সাড়ে সাত বছর মানুষকে প্রচণ্ড কষ্ট দেয়। শনিদেবকে নিয়ে পুরাণে বিভিন্ন ঘটনার উল্লেখ আছে।।।।

স্কন্দ পুরাণ শিপ্রা ও ক্ষাতা নদীর সংযোগস্থলে জন্মগ্রহণ করেই ত্রিলোক আক্রমণ করেন।। আতঙ্কিত ইন্দ্র ছুটলেন ব্রহ্মার কাছে। নিরুপায় ব্রহ্মা সূর্যের কাছে। এর আগেই দ্বারা আক্রান্ত সূর্য ব্রহ্মাকেই শনিকে সংযত করার অনুরোধ করলেন।। ব্রহ্মা গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু গেলেন শিবের কাছে। শিব শনিকে ডেকে অত্যাচার করতে বারণ করলেন। তখন শনি তাঁর জন্য খাদ্য, পানীয় ও বাসস্থানের উপায় বললেন বললেন। শিব শনিকে থেকে মীন রাশিচক্রে ভ্রমণ করার ব্যবস্থা করে দিলেন।।। নিয়ম মত, দ্বিতীয়, চতুর্থ, অষ্টম ও দ্বাদশে সর্বদাই ক্রুদ্ধ হবেন।। কিন্তু তৃতীয়, ষষ্ঠ বা একাদশ স্থানে এলে তিনর উদত পঞ্চম বা নবম স্থানে এলে তিনি উদাসীন। এই শনির আরেক নাম শনৈশ্চর। সন্তুষ্ট হলে লোককে দেবেন রাজ্য, অসন্তুষ্ট হলে নেবেন লোকের প্রাণ।। শনিদেব সম্পর্কে মানুষের ধারণা যতই ভয়ভীতিমিশ্রিত হোক না কেন, মৎস্য পুরাণ কিন্তু লোকহিতকর গ্রহের তালিকাতেই ফেলেছে।।

শনি দেব Шани Мантра

শনিদেব ধ্য়ানম
শনি মহারাজের বীজ মন্ত্র
শনিদেব গায়ত্রী মন্ত্র
শনি দেবতার প্রণাম
শনিদেব অষ্টোত্তর শতনামাবলি
শনৈশ্চরস্তবরাজ
শ্ৰীদশরথকৃত শ্ৰীশনৈশ্চর স্তোত্ৰং
শনিবজ্রপংজর কবচম্
শ্ৰীশনেঃ কবচম্
সুমঙ্গল উপাখ্যান
শঙ্খপতি সদাগর উপাখ্যান
সদাগরের শনির প্ৰতি বিলাপ
ক্ষমা প্রার্থনা
শনৈশ্চর - ব্ৰত
শনৈশ্চর ব্ৰত-কথা

Скриншот приложения

শনি দেব Shani Mantra শনি দেব Shani Mantra শনি দেব Shani Mantra শনি দেব Shani Mantra